কিভাবে নিজের জন্য একটি ডেস্কটপ কম্পিউটার নির্বাচন করবেন?

আপনি কি আপনার ঘরের জন্য একটি নতুন ডেস্কটপ কম্পিউটার খুঁজছেন? একটি ডেস্কটপ কম্পিউটার কিনতে যে যে বিষয়গুলো আপনার বিবেচনা রাখতে হবে তা দেখে নিন।

poat-image

আপনি কোন অপারেটিং সিস্টেম খুঁজছেন? বাজারে সব সময় পাওয়া যায় এমন দুইটি অপারেটিং সিস্টেম হলোঃ উইন্ডোজ এবং ম্যাকিন্টোশ (ম্যাক)।  এ ছারাও রয়েছে লিনাক্স ও উবন্তু।

poat-image

আপনি আপনার কম্পিউটারটি মূলত কি কাজের জন্য ব্যবহার করতে যাচ্ছেন? আপনার যদি আপনার কম্পিউটারটিউ সব সময় ব্যবহার করার ইচ্ছা না থাকে, তাহলে আপনার কোন উচ্চ মানের অপারেটিং সিস্টেম ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি আপনার কম্পিউটারটি গেম খেলার জন্য ব্যবহার করতে চান, বা এটি দ্বারা 3D মডেল বানাতে চান, অথবা ছবি বানাতে বা এডিট করতে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই উচ্চ শক্তিসম্পন্ন কোন কম্পিউটার ব্যবহার করতে হবে।

poat-image

আপনার কতটুকু মেমোরি লাগতে পারে? আপনার জন্য ভারী কোন সফটওয়্যার করতে না হয় তাহলে ২ জিবি র‍্যাম আপনার জন্য যথেষ্ট। কিন্তু গেম খেলার জন্য অথবা ভারী কোন কাজের জন্য, আপনার বেশী মেমোরি যুক্ত র‍্যাম ব্যবহার করা উচিত।

poat-image

হালকা কাজের জন্য উচ্চ শক্তি সম্পন্ন গ্রাফিক্স কার্ড কেনার কোন প্রয়োজন নেই।

poat-image

কম্পিউটারের জন্য আপনার যদি বেশী বাজেট না থাকে তাহলে কোন উচ্চ ক্ষমতার কম্পিউটার দিকে নজর দিয়ে লাভ নেই। সেগুলো আসলেই ব্যয়বহুল।

poat-image

যদি উপরের কোনটির সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে তাহলে আপনার এলাকার কোন কম্পিউটার ইলেক্ট্রনিক্স এর দোকানের কর্মচারীর সাহায্য নিন। তারা কম্পিউটার সম্পর্কে ভালো ধারনা রাখে, এছাড়াও দোকানে গেলে আপনি খুব কাছ থেকে কম্পিউটার সম্পর্কে ধারনা পেয়ে যাবেন।

আপনি কি সাহায্য পেয়েছেন

সকল মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন নিবন্ধন করুন